ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

গত দুইমাসে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:০৪, ২ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

দেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। চলতি বছরের জুন ও জুলাই মাসে মোট ৪৩৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক জুলাই মাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জানিয়েছে, প্রতিবেদনটি কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৫১ জন নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩২ জন কন্যা ও ১৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন কন্যা ও ৭ জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১ জন কন্যা। এছাড়া ৮ জন কন্যা ও ২ জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন সহিংসতার শিকার হয়েছেন ৯ জন কন্যা ও ৬ জন নারীসহ মোট ১৫ জন। এসিড ও অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ৭ জন নারী, এর মধ্যে ৩ জন নারী এডিস দগ্ধ এবং ১ জন নারী অগ্নিদগ্ধে মারা গেছেন। ৩ জন কন্যা ও ১৪ জন নারীসহ মোট ১৭ জন আত্মহত্যা করেছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন নারী।

জুলাই মাসে মোট ৭৮ জন হত্যার শিকার হয়েছেন—এর মধ্যে ১০ জন কন্যা ও ৫৬ জন নারী। হত্যার চেষ্টা করা হয়েছে ১ জন নারীকে এবং ৫ জন কন্যা ও ৬ জন নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ২ জন কন্যা ও ৪ জন নারী। গৃহকর্মী নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ২ জন কন্যা ও ১ জন নারী। ৮ জন কন্যা ও ২ জন নারীসহ মোট ১০ জন অপহরণের শিকার হয়েছেন, আর পাচারের শিকার হয়েছেন ১০ জন নারী। এছাড়া ২ জন কন্যাকে বাল্যবিয়ের চেষ্টা করা হয়েছে, ৩ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং আরও ৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি